Site icon আলাপী মন

“আব্দার”

“আব্দার”

-সুমিতা পয়ড়্যা

শিশুটির জন্ম হল ঋণের বোঝা মাথায় নিয়ে,
সভ্য সমাজের কাছে প্রশ্ন—-সে ঋণ শুধবে কি দিয়ে?
মন্দিরে বাজল ঘণ্টা,আকাশ বাতাস মুখরিত উলুধ্বনি শঙ্খ রবে,
তখনও তো শিশুটি জানে না কি পাবে সুন্দর জীবনে নিঃশব্দে নীরবে!
দেশমাতৃকার সম্পদ সকলের অধিকারে—–
তবু কেন ঋণের বোঝা চাপছে মাথায় বারেবারে!
হে সভ্য সমাজ শিশু সুরক্ষার কথা ভাব;
নিঃস্ব রিক্ত করে সুস্থ চটকে সম্পদ বাঁচাব।
ক্ষুদ্র চাহিদা ফুৎকারে দাও উড়িয়ে
বৃহত্তর স্বার্থে নিমজ্জিত হও বুক ফুলিয়ে নির্ভয়ে।
দুর্গম পথ,ধূ ধূ মরুভূমি হাতছানি দেয় বারে বারে,
দুঃসাহসে ভর করে চলো সবে ঐক্যের দরবারে।
ক্ষণিকের তরে বিসর্জন দাও তোমার সবটা—-
শিশুটির সুরক্ষায় বাড়িয়ো না সভ্যতার দরটা।
হে সভ্যতা, হে সভ্য সমাজ আমার সবটাই দিতে চাই আমি,
আব্দার তোমার কাছে ঋণের বোঝাটা কমাবে তুমি।

Exit mobile version