স্বস্তি একটাই

স্বস্তি একটাই
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

শরৎ-হেমন্ত এলে
উৎসবের স্রোতে ভাসে
শহরের অলিগলি
গ্রামগঞ্জের অবলা উঠোন

কেউ জানে না
পুণ্য হল কি হল না
স্বর্গ মেলে কি মেলে না
কেমন থাকবে আগামী কালের রেশন-বাজার

তারই মধ্যে কেউ কেউ তক্কে তক্কে থাকে
কেউ আবার
ঐতিহ্যের গন্ধ শুঁকে বেঁচেবর্তে থাকে

স্বস্তি একটাই
উমার মতো শ্যামার ডানে-বামে পুত্রকন্যা নেই
অসুরটাও নেই
কেবল গোবেচারা স্বামীর বুকে পা রেখে
অহংকারে দাঁড়িয়ে থাকে
নৃমুণ্ডমালিনী।

Loading

Leave A Comment