আমার পুজো

আমার পুজো
-রমলা মুখার্জী

 

 

আমার পুজো জলে স্হলে
আমার পুজো অন্তরে…
কবিতার পাতায় পুজো
বাংলা ভাষার মন্তরে।
ছন্দ-ছড়ায় ছড়িয়ে পুজো
লিপি-লেখার আল্পনা…..
শিউলি কাশে নীল আকাশে
সৃষ্টি-সুখের জল্পনা।
আমার পুজো গ্রীষ্মে শীতে
ঋতু বদলে রয়…
জ্যোৎস্না-অমা সকাল দুপুর
বিকেল কথা কয়।
ঝড় বাদলে বর্ষা রাতে
মাদল চারিধারে…..
তোমায় দেখি দু চোখ ভরে
অঝর বারি-ধারে।
আমার পুজো ধূপ ধূনো দীপ
উপাচারে নয়,
বাঁশির তানে মিলন গানে
নিত্য পুজো হয়।
গানের সুরে বিশ্ব ঘুরে
পুজি আমি যেই….
কবিতার কথাকলি
ধরিয়ে দেয় খেই।
গল্প-গাথায় সাজিয়ে ডালা
পুজি তোমায় নিত্য..
সৃষ্টি-সুখ ঘোচায় দুখ
আলোয় ভরায় চিত্ত।
আমার পুজোয় রাঙবে আকাশ
সবুজ যখন মন….
সেই তো তোমায় পরম পাওয়ার
বিরলতম ক্ষণ।

Loading

Leave A Comment