পাখি তুই পারবি উড়ে যেতে
-শুভঙ্কর অধিকারী
পাখি তুই পারবি উড়ে যেতে
অচেনা সেই পথটি চিনে চিনে,
যে পথ ধরে এসে ছিলি তুই
আছে কি সে সব কথা মনে!
যদি দিই মুক্ত করে তোকে
আমার এই বন্দী খাঁচা হতে,
পারবি তো তোর ছোট্ট ডানা মেলে
একা একা উড়ে যেতে দিগন্তেতে!
তবেই আমি উড়িয়ে দেব তোকে
দূরের ওই নীল আকাশের বুকে,
থাকিস তখন নিজের ইচ্ছে মত
থাকিস তখন নিজের মনের সুখে!
খুঁজে নিয়ে তোর মনের মানুষটিকে
বাঁধিস তখন আপন সুখের ঘর
না হয় আমি থাকবো আগের মতই
খুঁজে নেব না পাওয়া উত্তর!
ইচ্ছে হলে আসিস যখন খুশি
না হয় আসিস পথটি ভুলে,
তবেই তোকে যেতে দেব আমি
মায়ার এই শক্ত বাঁধন খুলে!
পরলে মনে খুঁজব তখন তোকে
সুদূর ঐ নীল আকাশের ঝিলে,
তাও যদি না পাই দেখা তোর
খাঁচার পানে রইবো দুচোখ মেলে!