নকল দূর্গা
-প্রীতি মান
তুমিও দূর্গা, আমিও দূর্গা
তুমিও নারী, আমিও নারী, শুধু পার্থক্য —
তুমি শিল্পীর হাতে গড়ে ওঠা এক প্রতিমা,
আর আমি এক রক্ত-মাংসের জলজীবন্ত উমা।
শুভ শারদীয়ায় সবাই যখন তোমার সেবায় মগ্ন,
আমি তখন একটুখানি অন্ন পেলেই ধন্য।
তোমার এখন রঙীন বস্ত্র, গা ভর্তি সোনা
আমার তখন জীর্ণ কাপড়, হাজার ধূলিকনা।
অসুর বধে তুমি যখন দেবী সবার কাছে,
আমি তখন দুশ্চরিত্রা, নষ্টা সমাজ মাঝে।
তুমি যখন মুগ্ধ তোমার মনের মতন সাজে,
আমি তখন ব্যস্ত নানা সংসারের কাজে।
অকাল বোধনে তোমার যখন বাজছে খুশির ঢাক,
আমি তখন কাঁদছি মুখে অ্যাসিড পোড়ার দাগ।
তোমার রক্ত পিপাসাতে পাঁঠার বলিদান,
কন্যাভ্রুন বলে আমার চির অবসান।
তোমার যখন সিঁদুরখেলা, ধান-দূর্বা-পান,
ভাঙলো আমার শাঁখা-পলা, পরনে সাদা থান।
ঘরের দূর্গা লুকিয়ে আছে, অনেক ছদ্মবেশে।
আসল দূর্গা কাঁদছে আজ, নকল দূর্গা হাসে॥