কবিতা

অন্ধকারের কবিতা

অন্ধকারের কবিতা

-সৌরভ দত্ত 

 

 

আলো আনতে পারিনি
এনেছি দু-মুঠো অন্ধকার
সমাধি ফলক থেকে উঠে আসা
কাঁপা ,কাঁপা হাতের কবিতারা-
রাতের আকাশে অগণিত তারা হয়
খুঁজে চলে মুক্তির পথ…
যে পাখি ফেরেনি ঘরে
তার জন্য আলো আনতে পারিনি
এনেছি দু-মুঠো অন্ধকার
ধানের কালো শিষের মত
সীমান্ত মানেই এখন কাঁটাতার
হারামজাদার রক্তটীকায় ঢেকে যাচ্ছে দেশ
সম্প্রীতির হত্যাকালে …সাদাকফন ওড়ে
ছিটমহলের ঝোপ ধারে
পড়ে থাকে অনাহুত রাইফেল
অথবা,পরিচিত তনয়ার ডেডবডি
স্বপ্নভঙ্গের কান্নায় ভেসে যায় ঘরদুয়ার
হারিয়ে যায় কুচকাওয়াজের ধ্বনি
আমারই মত ,আমাদের কবিতারা
আলো আনতে পারিনি
এনেছি দু-মুঠো অন্ধকার
কবন্ধ শিশুর জ্যোৎস্নামাখা হাতে
চুমু খায় মা-চৈতন্যবীক্ষায়
কেঁদে ওঠে সবুজ পাতারা…
আমরা এই যাহারনামের ভিতর দিয়ে হাঁটি
কালো,কালো পোকার মত টাকা ওড়ে
পিলপিল করে রঙচঙে গণিকাদের ভিড়-
গরিবের টাকা,ঘুষখোরের টাকা
দেখে যাও রক্তৎসবের এ নৌটঙ্গি খেলা
তেল মাখো আর তেল দাও লিঙ্গে
না হলেই তোমাকে তুলে নিয়ে যাবে
হামবুড়ুর দল-
ফোয়ারা ছোটে মাৎসর্যের
ওয়াক থু!করি প্রয়োজনে চেটে নিই
আমাদের প্রতিবাদ…
এই তো আমাদের মোমদান
আলো আনতে পারিনি
ফুলের সাজি ভরে তুলে এনেছি
দু-মুঠো অন্ধকার…
কলজেখাকি তুমি মালা গাঁথবে না চন্দনদেহের?

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>