Site icon আলাপী মন

অমানুষ

অমানুষ
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

এখনও অনেকটা পথ চলতে হবে তোমায়-
পথে পড়বে- হিংসার উপত্যকা,
অবিশ্বাসের পাহাড়,
মিথ্যের ঝর্ণা।
প্রলোভনের সমুদ্র,
অবহেলা,অসম্মানের নদী।

তোমাকে হতে হবে ধনী,স্বার্থপর, অমানুষ।
ভোগবাদই হবে তোমার জীবনের একমাত্র পথ।
যা অতি সহজেই ভুলিয়ে দেবে,তোমার মানবতাকে।
তুমি হয়ে উঠবে কাণ্ডজ্ঞানহীন,
নিষ্ঠুর এক অমানুষ।
আর এই পৃথিবীটা হবে —
লালসার পৃথিবী,
ভোগের পৃথিবী,
বঞ্চণার পৃথিবী,
খুন-ধর্ষণের পৃথিবী।।

Exit mobile version