শবর
-অমল দাস
জঙ্গলের রূপকথা সাদামাটা সরলতা
অর্ধ উলঙ্গে বদলায় দিন প্রতিদিন,
পড়েনি পাতে দু’বেলা দু’মুঠো ভাত
শহুরে সাপুড়ের ঠোঁটে সাফল্যের বিন।
স্বচ্ছ অভিযানে ধূলি গায়ে জনগণ
বুর্জোয়া জানে না আহার অভাব,
আর্থিক ধারাপাত ঢেকে দেয় ক্ষীণ মুখ
শিরোনামে আসেনি ওদের স্বভাব।
প্রকল্পের আলো চুরি যায় পথে
স্যাঁতস্যাঁতে জীবন দেওয়াল,
পাতার ধোঁয়ায় সুপের জল ফোটে
অসাড় হয়েছে দাঁতের চোয়াল।
কিছু কলরব হয়ে গেলো শব
থেমে গেলো ছিলো যত ব্যথা,
শবর মরণে ইতিহাস লিখে চলে
চিতার আগুনে নীরবতা।
আঁধার অরণ্যের ক্লান্ত রোদন
দুর্ভেদ্য এক কঠিন নির্মমতা,
আবরণ খুঁজে নেবে সময়ের পলি
খোলা থাক হিসাবের খাতা।