Site icon আলাপী মন

স্বপ্নবেচার সওদাগর

স্বপ্নবেচার সওদাগর
-পার্থসারথি

 

 

ওরা স্বপ্নবেচার সওদাগর -স্বপ্নগুলো স্বার্থের পাল্লায় ওজন করে অল্পদামে কিনে নিয়ে রপ্তানি করে।

কোথায় যে রপ্তানি করে! –সে কথাতো তোমার আমার জানার কথা নয়।

কখ্খনো যেন এমন কৌতূহলের বশবর্তী হয়ো না!

তাহলে ঐ কৌতূহলই তোমাকে চিরতরে কালের চোরাবালিতে হাপিস্ করে দেবে-

তোমার স্থান হবে তখন নিরুদ্দিষ্টের তালিকায়।
নাছোড়বান্দা যত সওদাগরের দল ঘুরঘুর করে তোমার আমার দুর্বল মুহূর্তের আনাচে কানাচে-

সুযোগ পেলেই রবাহুতের মতো ঢুকে পড়ে বিশ্বাসের বালাখানায়।

দরদস্তুর করে তোমার আমার স্বপ্নের দাম ঠিক হয় –

যদি মেনে নিতে পারো নিজস্বতা খুইয়ে, তো ভাল কথা!

আর যদি গররাজি হও, তাহলে ওদের হিংস্রতার বলি হয়ে পড়ে থাকবে কোনো জলাজংলায় বেওয়ারিশ লাশ হয়ে।
ওরা! ঐ যে সওদাগরের দল!! চেনো ওদের ?

ওরা আমাদেরই বা তোমাদেরই পড়শী ছিল একদিন।

আজ ওরা অচেনার ভীড়ে ভিড়েছে-সওদাগরী ব্যবসায় মেতে উঠেছে এক্কাদোক্কা করে…

ধনকুবের হবে বলে! গাড়ি-বাড়ি-ব্যাঙ্কব্যালেন্সের ইঁদুরদৌড়ে সামিল হতে গিয়ে,

ওরা তাই ভূলে যায় ছোটবেলার আম জাম কুড়ানোর বন্ধু, খেলার সাথী,রাম-রহিমদের কথা।

যে হাতে হাতধরে একদিন লুকোচুরি খেলেছিলো,

আজ সেই হাতই রাঙিয়ে নেয় শৈশবের স্বপ্নকে খুন করে ঐ রাম-রহিমদের রক্তে—

আসলে ওরা যে আজ আর মানুষ নেই, ওরা আজ স্বপ্নবেচার সওদাগর!!

Exit mobile version