অভিমান

অভিমান
-পলি ঘোষ

 

 

সেদিনও ছিলো সেই আষাঢ়ের গভীর দুপুর
আমার হৃদয় এসেছিলে বৃষ্টি নিয়ে প্রিয়
তুমি আসবে বলে প্রিয়
আমি গোলাপ ফুল চুলে গুঁজে ছিলাম ।
নিজের মনে একটা গান লিখে ছিলাম ।
কিন্তু প্রিয় তবুও তুমি এলে না এলে না ।
কথা দিয়ে ও কথা রাখলে না প্রিয় তুমি ।
আজ তুমি জেনে নাও
ভালোবাসা না দাও প্রিয়
শুধুই ভালবাসা নাও ।
আর কিছুই এ জীবনে চাই না আমি –
আর কিছুই চাই না আমি
হাসিমুখে ব্যথা দিলে তুমি ।
জানি তুমি আমার কাছে একদিন ঠিক ফিরে আসবেই ।
মরণের আগে নয় তো বা মরণের পরে কোনো একদিন ।
যদি তুমি ফিরে আসো আমার কাছে ।
কোনো এক শ্রাবন সন্ধিক্ষণে ।
হয়তো প্রিয় সেদিন আমায় পাবে না তো ।
তোমার পাশে থাকবে আমার স্মৃতিটুকু ।

Loading

Leave A Comment