নিঝুম ঘুম

নিঝুম ঘুম
-কৃষ্ণ বর্মন

 

 

ঘুমোতে যাওয়া
কারণ ঘুমোতে যেতে হয়
ঘুম ঘুম চোখ
তবু ঘুম নেই
যদি দুই চোখ বুজেও আসে
ঘুম আসে না মনে
মস্তিষ্ক জেগে থাকে চিন্তা দুঃশ্চিন্তায়
ঘটনা দুর্ঘটনার আবছা ছবির চলমান স্রোতের আঘাতে
আৎকে ওঠা মাঝ রাতে কিংবা প্রান্তিক ভোরে
সবাই ঘুমোতে যায়
পৃথিবীও যায়
কারণ ঘুমোতে যেতে হয়
ঘুম ঘুম চোখ
তবু ঘুম নেই
ঘুম আসলে নিঝুম জেগে থাকা
ঘুম ঘুম ভাব তবুও অভাবী স্বপ্নকে জাগিয়ে রাখা।

Loading

Leave A Comment