“আধুনিক মরণ”

“আধুনিক মরণ”
সুমিতা পয়ড়্যা

আধুনিকতার সাজে হয়েছি আত্মকেন্দ্রিক
মোহময় রূপ,সকল সময় যান্ত্রিক,
আড়ম্বরে পরিপূর্ণ নকল হাসিতে ভুবন ভুলায়
আড়ালে আবডালে ফিসফিস কথা কয়।
ভাষাতেও নাকি আধুনিকতার সজ্জা !
নামী দামী ভাষা না বলতে পারাটাই লজ্জা;
আদর্শ পরিবার বাবা-মা-সন্তান এর সঙে
বৃদ্ধাশ্রম সেজেছে তাই আধুনিকতার রঙে।
মানবতা বিকিয়েছে লোভ-লালসা-স্বার্থপরতায়,
যা খুশি তাই কর যখন মন যা চায়।
আধুনিক হয়েছি আমরা–কতই না সভ্য !
বর্বরতার সীমা ছাড়িয়ে আধুনিকতায় ভব্য !
অবকাশ নেই গল্প করবার সবাই ভীষণ ব্যস্ত
কাড়ি কাড়ি টাকা উপার্জনে সব হয়েছি অভ্যস্ত।
আধুনিকতার রঙে কত সুন্দর সুন্দর রোগ !
শাকপাতা আর খায় না কেউ–কতই না দুর্ভোগ !
নেই অনুশোচনা,নেই দৃঢ় প্রত্যয়
নেশাগ্রস্ত আধুনিকতা ভাসছে স্রোতে সত্যই।
নব নব চিন্তার নব নব উত্থান
নবরূপে প্রকাশনায় ডাকে বিপদের বাণ;
আধুনিকতার মোড়কে সবার হাতের মুঠোয় ফোন
ভাতের অভাব থাকলেও আছে হরেক রকম লোন,
আধুনিকতায় হাঁটছি মোরা থামব কোথায় শেষে !
সব হারিয়ে সব পেয়েছি বলতে পারবো তো হেসে হেসে!
ঋণের বোঝা মাথায় নিয়ে আনন্দেরই জীবন—–
মরতে মরতে বলবো শেষে–এ যে আধুনিক মরণ

Loading

Leave A Comment