Site icon আলাপী মন

“আধুনিক মরণ”

“আধুনিক মরণ”
সুমিতা পয়ড়্যা

আধুনিকতার সাজে হয়েছি আত্মকেন্দ্রিক
মোহময় রূপ,সকল সময় যান্ত্রিক,
আড়ম্বরে পরিপূর্ণ নকল হাসিতে ভুবন ভুলায়
আড়ালে আবডালে ফিসফিস কথা কয়।
ভাষাতেও নাকি আধুনিকতার সজ্জা !
নামী দামী ভাষা না বলতে পারাটাই লজ্জা;
আদর্শ পরিবার বাবা-মা-সন্তান এর সঙে
বৃদ্ধাশ্রম সেজেছে তাই আধুনিকতার রঙে।
মানবতা বিকিয়েছে লোভ-লালসা-স্বার্থপরতায়,
যা খুশি তাই কর যখন মন যা চায়।
আধুনিক হয়েছি আমরা–কতই না সভ্য !
বর্বরতার সীমা ছাড়িয়ে আধুনিকতায় ভব্য !
অবকাশ নেই গল্প করবার সবাই ভীষণ ব্যস্ত
কাড়ি কাড়ি টাকা উপার্জনে সব হয়েছি অভ্যস্ত।
আধুনিকতার রঙে কত সুন্দর সুন্দর রোগ !
শাকপাতা আর খায় না কেউ–কতই না দুর্ভোগ !
নেই অনুশোচনা,নেই দৃঢ় প্রত্যয়
নেশাগ্রস্ত আধুনিকতা ভাসছে স্রোতে সত্যই।
নব নব চিন্তার নব নব উত্থান
নবরূপে প্রকাশনায় ডাকে বিপদের বাণ;
আধুনিকতার মোড়কে সবার হাতের মুঠোয় ফোন
ভাতের অভাব থাকলেও আছে হরেক রকম লোন,
আধুনিকতায় হাঁটছি মোরা থামব কোথায় শেষে !
সব হারিয়ে সব পেয়েছি বলতে পারবো তো হেসে হেসে!
ঋণের বোঝা মাথায় নিয়ে আনন্দেরই জীবন—–
মরতে মরতে বলবো শেষে–এ যে আধুনিক মরণ

Exit mobile version