প্রকৃতি ও আমি
-অমল দাস
ও রাত তুমি একলা নও আমিও তোমার সাথে
বিরাগ জলে ভাসছে তরী আমাদের পদ্মা যমুনাতে।
ও বাতাস তুমি ধীরে চলো আমিও যাব সাথে
প্রণয় ঝড়ে ভেঙেছে সব তবুও উড়বো আকাশেতে।
ও মেঘ তুমি বৃষ্টি হও আমিও সিক্ত হবো তাতে
প্রেমের রানী ডুব দিয়েছে জলে মাতবো দু’জনাতে।
ও প্রভাত তুমি স্নিগ্ধ হও আমিও মুগ্ধ হবো প্রাতে
কাঁটা পথের পথিক আমি সুগন্ধী পুষ্প দেবো হাতে।
ও সাগর তুমি শান্ত হও আমি জলচর তোমাতে
জীর্ণতায় আবদ্ধ শরীরের অবগাহন হবে স্রোতে।
ও সময় তুমি আপন হও আমিও যুক্ত আপনাতে
দুর্দিনের শঙ্কা ছেঁড়ে সহবাস করবো পরম প্রীতে।
ও নদী তুমি সরল চলো আমিও ছলছল শোভাতে
বন্যা ভুলে দুই প্রান্ত সাজিয়ে দেবো শস্য-শ্যামলাতে।
ও আকাশ তুমি নিঃস্ব নও আমিও আছি অভিসম্পাতে
তোমার আমার আঁধার দাঁড়িয়ে মঞ্চের এক সারিতে।