Site icon আলাপী মন

অসমীকরণ

অসমীকরণ
-ঋভু চট্টোপাধ্যায়

 

 

যেভাবে লুকোচুরি ডাক দেয় হাতছানি রোদ
অপেক্ষার সময় নামে,
চাঁদ সাম্রাজ্যের এক পাশে নৌকা,
যেভাবে না বলা শর্ত সাপেক্ষে তৈরী হয়
গবেট বয়, মিছিলের পায়ে চটি,
যেভাবে আর্তমুখ হাহাকারেও রাগাশ্রয়ী বিকাল,
বড় হয় তখন কি স্বাদ জাগে?

জানি ভুল চন্দে কার্ফুর ডাক
হাত তুলে ধর্মের অজুহাতে আগে
কয়েককর্মের বিশ্বকর্মা,
পাশে ফর্মা ঘাঁটা হলদে আঙুল,
চটকে বাঁশ আছে ,লাভের অসমীকরন।
তবুও কি মহালয়ায় কানবন্ধ ভোর?

এখন বুঝতে পারি অভাবের লোক শ্রুতি
চামড়ায় আবার মানচিত্র
জমির পিছনে এক দুই তারপর আরো
ভোরের অপেক্ষায় নির্ভেজাল ডিভোর্স।
আমার সাম্রাজ্যের মোড়কে নতুন স্বপ্নের রোদ,
তবুও প্রতিদিন হাওয়ার আপসে,
কোনো চোখে মেঘ জমতে পারে।

Exit mobile version