Site icon আলাপী মন

বন্ধ্যা

বন্ধ্যা
-সোহিনী সামন্ত

 

 

সমাজের বটবৃক্ষের প্যাঁচালো নীতিতে বন্ধ আছে ইমোশানের রত্নভাণ্ডার …

আচার বিচারের উপটোপ আধিপত্য গড়েছে মনসীমান্তের আকুল প্রান্তর …

বন্ধ্যা নারীর মনের মন ময়ূরী কেঁদে ওঠে সমাজের সমালোচনায় …

ক্লান্ত নদীর নিশিসিক্ত অবসাদ মিশে থাকে শুকনো তটের বর্ণণায় …

খড়া মাটির সীমাহীন প্রার্থনা শুধুই দুরন্ত বৃষ্টির অপেক্ষায় …

স্বপ্নের সুত্রপাত জেগে ওঠে অঙ্কুরিত চারার নির্ভেজাল অর্চনায় …

খালি পড়ে থাকা বাবুইয়ের বাসা শ্রান্ত হয়ে থাকে সিক্ত আশায় …

পাখির হৃদ পিণ্ডের বালুকারাশি উড়ে চলে ভ্রান্ত অবন্তিকায় …।।

Exit mobile version