Site icon আলাপী মন

মমি…

মমি…
-সত্যদেব পতি

 

 

বিশ্বাসের কালরাত্রি,বড়ই নিষ্ঠুর নিয়তির অদৃশ্য কশাঘাত-
বর্ষা মুখর দিনে অল্পক্ষণের পরিচয়ে মনের নদীতে ভরা ভাদরের বান এসেছিল..
হাজার জমায়েতের মাঝে তুমি ছিলে নীল আকাশে পূর্নিমার পূর্ণ শশী,
আমার মনের আঙিনা জোছনাময় হয়েছিল তোমার রঙীন রোশনাইয়ে-
সেই দৃশ্য ভোলা যায় না…
তুমি ভালো বন্ধুত্ব চেয়েছো আমি প্রেমিক হতে চেয়ে ভুলকরে তোমাকে হারিয়েছি,
তোমার বাগানের মালিক অন্য কেউ…
যেদিন বুঝেছি তখন সবকিছু শেষ,
এখন তুমি আমার কথা মনেও করোনা হয়তো,
কারণ তুমি তো আমাকে সেভাবে চাও নি-
আমার চাওয়া আজ সাগর সলিলে,
আমার ভালোবাসার সলিল সমাধি হয়েছে তোমার নয়ন সাগরের লোনা জলে…
আমার বিশ্বাসের অপমৃত্যু হয়েছে,
চিতায় জ্বলছে তার অশরীরী আত্মা;
তোমার ভালোবাসা নিয়ে তুমি সূখে থেকো,
এছাড়া কিছুই বলতে পারিনা তাই-
আমার সুপ্ত ভালোবাসা থাক আমার পাহাড়ি বুকের অন্ধকার অলিন্দে ঠিক পিরামিডের মমি হয়ে…

Exit mobile version