Site icon আলাপী মন

হেমন্তের চিত্রপটে

হেমন্তের চিত্রপটে
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

সন্ধ্যা ঘনিয়ে এলে প্রচ্ছদে ডুবে যায় নদী
আর কুয়াশা ঘনায় যদি
মুখোশের আড়ালে মুখ ঢাকা পড়ে যায়
হেমন্তের হলুদ হয়ে যাওয়া বিবর্ণ পাতায়
শিশিরের গান আর তেমন জমে না
দিনে দিনে বাড়ে তার অপরিশোধ্য দেনা
রক্তে যতই লাগুক বিপ্লবের ঢেউ
নিশির ডাক শুনে ঘরছেড়ে বেরোবেনা কেউ।

ভৌম জলের নয়,শেকড়ে বজ্র ও বিদ্যুতের ছোঁয়া
অধরের আসঙ্গলিপ্সায় দেহের সমস্ত বন্দর ছুঁতে চাওয়া
–এ দুয়ের মাঝে কোনো ভেদ নেই।
এবং সে কারণেই
গর্ভবতী ইঁদুরের মুখে পাই ধানের সোহাগ
হেমন্তের চিত্রপটেও ফোটে বসন্তের রাগ।

Exit mobile version