Site icon আলাপী মন

শূন্য

শূন্য
-পারমিতা ভট্টাচার্য

 

 

শূন্য দিয়ে যে জীবন অঙ্ক শুরু হয়
সেই অঙ্ক শূন্যতেই হয় শেষ ……
এটাই সহজ সমাধান বেশ ..
আমি কোনো সংখ্যা বিশারদ নই
তাই সংখ্যা আর শূন্য নিয়ে বিশ্লেষণ
ঠিকমতো রপ্ত করতে পারিনি আমি …
তাই………..
শূন্য দিয়েই সাজিয়ে নিই
আমার জীবন অঙ্ক খানা
আর জীবনের শুন্যতায় মিশে যায়
যত ভালোবাসা কল্পনা …….
যখন শূন্যের মাঝে হামলে পরে
কোনো সংখ্যার প্রতিবাদ
ভাল্লাগেনা জীবন মাঝে
যোগ- বিয়োগ এর অবাধ যাতায়াত ….
তাই………..
আজ দিলাম তোদের ছুটি
সংখ্যা রাশি রোদবিলাসী
হিমেল হাওয়ায় রোদ মেখে কর
ভীষণ লুটোপুটি …….

চিন্তা কোরোনা
শূন্য দিয়েই সাজিয়ে নেবো
আমার জীবন অঙ্ক খানা
সিঁড়ি ভাঙার মাঝেই হোক
বাঁচার ইচ্ছে ষোলো আনা

Exit mobile version