কবিতা

স্মৃতি চিহ্ন

স্মৃতি চিহ্ন
-সোমা বৈদ্য

 

 

আকাশটা হঠাৎ’ই মেঘলা। আজ অন্ধকারে ছেয়ে গেলো চারিদিক।
হঠাৎ বাতাসও স্তব্ধ হয়ে গেল, থমথমে পরিবেশ।
নদীর বুকেও উঠলো ঢেউ উথাল পাথাল ভাঙছে যে তার কুল।
ঐ দূর দিগন্তের যত দূর চোখ যায় হয়তো বা তার থেকেও দূরে।
যেখানে আছে নীরবতা সেখানে নেই অভিনয় ছলনা, মুখোশের আড়ালে হাসি কান্না,
যেখানে নেই করুণ ঘৃণা মিথ্যে ভালোবাসার বাহানা।
সুধা মটির গন্ধে ভরবে মন প্রাণ মাটির সাথে হবে আত্মার আদান প্রদান প্রেমের সংলগ্নে।
এই রঙ্গমঞ্চের মঞ্চ থেকে মুছে যাবে সব স্মৃতি দিনে দিনে ধূসরিত হবে।
হয়তো বা কিছুদিনের জন্য অস্থির হবে উন্মাদ হবে হয়তো কিছু স্মৃতি কথা মনে দোলা দেবে ভাবাবে অপছন্দ কথাগুলো
হয়তো স্মৃতি স্মরণে দু’ফোঁটা জল পড়বে চোখ দিয়ে মন থেকে মুছে যাবে অপ্রিয় মুখটাও হৃদয়ের আঙিনা থেকে।
নতুন সূর্যের আলোয় আবার ভরে উঠবে তোমার জীবন। হৃদয়টাকে সাজিয়ে নেবে নতুন ভাবে।
ফেলে আসা স্মৃতিটাও ঝাপসা হবে ধীরে ধীরে বিলুপ্তি হবে শেষ চিহ্নটুকুও তোমার নিষ্ঠুর হৃদয় থেকে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page