বলো মন

বলো মন
-রীণা চ্যাটার্জী

শুধাই আমি, ‘কি চাও তুমি মন?’
বলে মন- নীরবে নিবিড় আলিঙ্গন,
হৃদয়ের আকুতি মেশানো আকর্ষণ
ভুলিয়ে দিয়ে যাবে সকল যাতন।
শুধাই আবার, ‘আর কি চাও মন?’
মন বলে- গভীর সোহাগ মাখা চুম্বন,
নিঃশ্বাসে হারিয়ে সকল নিষ্পেষণ
থাকবে না যে আর কোনো বাঁধন!
শুধাই আবার,’আর কিছু চাও মন?’
শিহরণে আধোলাজে বলে চলে মন
-শুনতে যে চাই প্রিয়র হৃদস্পন্দন
ধ্বনিত কি হয় নাম আমার অনুক্ষণ?
অবাক বিস্ময়ে শুধাই ‘আর কি মন?’
তৃপ্ত সুখে শান্ত স্বরে বলে শুধু মন
– ভালোবেসে হাতটি ধরার আবেদন
বিশ্বাস আর মর্যাদার আকুণ্ঠ সমর্পণ,
মানে-অভিমানে দোঁহের মিলন লগন
যুগল মাঝে আসুক প্রেমের বিচ্ছুরণ।
আকাঙ্খায় অনুরাগে দীপ্ত সে আনন
হতবাক শুনি ভালোবাসায় নিবেদন,
উজাড় করা শুভেচ্ছায় সাজিয়ে আঙ্গন
ভালোবাসা সমৃদ্ধির সুখে সুখী থাকো মন।

Loading

10 thoughts on “বলো মন

Leave A Comment