পরম্পরা

পরম্পরা

-নীলোৎপল সিকদার

 

 

একার আয়োজনে কখনো
ছড়ায়নি বিশ্বভরা এ বিপুল
মানব জীবন ব্যবস্থা,
পরম্পরা দাগ রেখায়
সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে এনেছে
একটু একটু করে বাড়িয়ে কমিয়ে
এ বিশাল মানব জীবনের যতো আয়োজন…

আছে সুস্রোত ঘোলাস্রোত
বিশ্বনদীর দু’ধারায়
কেউ ভেসে চলে সুস্রোতে
কেউ ডুবে যায় ঘোলাস্রোতের
অতল তলে–হারিয়ে যায় চিরতরে
এই হয়-হচ্ছে অবিরাম জীবন সংগ্রামে…

আবার সূর্য ওঠে রাঙা প্রভাত নিয়ে
আবার সূর্য ডোবে দিগন্ত রাঙিয়ে
রাত্রির গায়ে নবপ্রভাতের প্রতিশ্রুতি রেখে
মুহুর্মুহু ঐক্যতানে প্রকৃতি রূপসী গান গেয়ে যায়…

দিনের গায়ে কেউ ভাঙে হাসির ঢেউ
কেউ বা কান্না জলে ভিজায় মাটির বুক
জীবন শুধু এগিয়ে যায় আগামীর পানে…

Loading

Leave A Comment