আধুনিকতা
-অনোজ ব্যানার্জী
পুরাতনী যায় ভুলে,,সংস্কার শিকেয় তুলে,
চলে হেঁটে, আধুনিকতার আকাশপথে।
শিকড় যায় যে ছিঁড়ে, উগ্র সভ্যতার ভীড়ে,
পাশ্চাত্ত্যের আগুন জ্বলে হৃদয়ের রথে।।
সাহেবি খানা খায়,পিঁয়াজ -পান্তা ভুলে যায়,,
মুছে যায়,গেঁয়ো আচার, ব্যবহার, আচরণ।
গ্রাম ছেড়ে দলেদলে, শহরের দিকে চলে,,
সাহেবিয়ানায় মনঃপ্রাণ, মগ্ন এখন।।
ধুতি-পাঞ্জাবী, ছেড়ে,,জিনস প্যান্ট, শার্ট পরে,
সুরাপানে মত্ত হয়,ফাইভ স্টার হোটেলে।
ছেলে মেয়ে বোঝা দায়,,নারীপোশাকে শ্রী নাই,,
পার্টিত মদ খায় নেচেনেচে,,নেশাতে পা টলে।।
সত্য-ধর্ম -মানবতা,, হাসিমুখে করে হত্যা,,
রাঙা- মুখোশ এঁটে মুখে,মিথ্যা কথা বলে।
হিংসায় হয়ে মত্ত, অর্থলোভে অবিরত,,
খুন,জখম, ছিনতাই,ধর্ষণ করে চলে।।
অনাচারে অত্যাচারে,, পাপীদের ব্যাভিচারে,
জনগণ, নয়নজলে, শূন্য সাগর হল পূর্ণ।
সমাজ দূষিত আজ,পরে আধুনিকতার সাজ,
মানুষের আশা-স্বপ্ন, সুখ-শান্তি,হল চূর্ণ।।
রসাতলে যায় দেশ,মায়ের কাঙালিনী বেশ,
কে শোনে কার কথা? কে বোঝে ব্যথার খাতা?
আলোর বেগে এগিয়ে চলে সুসভ্যতা!!
মনুষ্যত্ব পোড়ে চিতায়, এটাই কি আধুনিকতা??