কবিতা

গোধূলি

গোধূলি
-পলি ঘোষ

 

 

সূর্য ডুবো ডুবো উদোম আকাশ
মৃদু বায়ে বয়ে যায় দক্ষিনা বাতাস
গোধূলির আলো মেখে সন্ধ্যা বেলায়
পাখিরা উড়ে যায় দূর গগনের পরে
ছড়িয়ে আছে অনেক ঝরাপাতা
হৃদয় ভাসে নানা সুখের কথা কিংবা
দুঃখভরা বার্তা মেশানো ভালোবাসার অভিমান
অযান ধ্বনি সন্ধ্যা তারা সুধার ধারা
চলছে বিশ্ব জগতময়
এমনই প্রতিচ্ছবি আঁকছি মনজুড়ে
ঐ বালুকা যায় রে দেখা সন্ধ্যা আকাশ জুড়ে
কেবলই ছুঁয়ে গেলো হৃদয়ে মোর গোধূলি সময়
নিঃশব্দ গ্রাস করেছে দেখো নাগরিকবাসীদের হৃদয়ে আজ কেমন করে
স্মৃতির মলাটে জমেছে ধুলোমাখা স্তর
সুনীল সগরের শ্যামল কিনারে দেখেছি
পথে পথে যেতে তুলোনহীনারে ।
এ কথা কভু আর পারি না ভুলতে
আছে সে মোর হৃদয়ে মাধুরী রুচিতে

Loading

Leave A Comment

You cannot copy content of this page