কবিতা

ওঁ শান্তি।

ওঁ শান্তি।
-শচীদুলাল পাল

 

 

একদিন স্বর্গ মর্ত পাতাল হলো বিশৃঙ্খল,
ব্রহ্মার সম্মুখে দেব দানব মানব একদল।
শান্তির উপায় জানতে ভক্তিতে গদগদ,
ব্রহ্মার মুখ থেকে নিঃসারিত এক শব্দ “দ” ।
দেবতাদের উপলব্ধি ‘দ’ মানে দমন।
তারা শুরু করল দুষ্টের দমন, শিষ্টের পালন।
দানবেরা ভাবলো “দ” মানে করো দয়া।
অত্যাচার কমিয়ে স্থান পেল দয়া মায়া।
মানবেরা বুঝলো ” দ” মানে দান,
তারা শুরু করলো অকপট দান।
এভাবে “দ” থেকে খুঁজে পেলো শান্তির উপায়।
শান্তিতে থাকতে লাগলো দেব দানব মানব সবাই।
এ যুগেও বারতা এলো মেনে চলো
“দ”, মানে ষড়রিপু দমন।
শান্তি পথে হও আগুয়ান লাভ কর দীর্ঘজীবন।
কাম এক মহাশক্তি স্ত্রীপুরুষে সহবাসে জীব জগৎ সৃষ্টি।
অবৈধ সংগম অসংযম অশান্তি অনাসৃষ্টি।
ক্রোধ থেকে কলহ খুন আত্মাহুতি সর্বত্র বিঘ্ন,
ক্রোধ দমনে শান্তিময় জীবন নির্বিঘ্ন।
লোভে বিবেকহীন কুপরিনাম শান্তি বিঘ্নিত।
মোহে পড়ে ভুল পথ চয়ন সর্বস্বান্ত।
মদালসা এক নেশা আবেশ শান্তির অন্তরায়,
মাৎসর্য বিষে পরশ্রীকাতরতা মনে শান্তি নাই।
কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য,
রিপুদমন ধ্যান পরমধন শান্তির ঐশ্বর্য।
শান্তির মহাশক্তিতে বিকশিত আধ্যাত্মিকতা, দৃঢ়তা।
শান্তি দান করে মধুরতা তেজস্বিতা নিঃশব্দতা মনের স্থিরতা।
শান্তির দান খুশী আনন্দ সুরক্ষা শক্তিবর্ধন,
মধুর মনোভাব মানসিক চাপ মুক্ত জীবন।
শান্তি থেকে সেবাভাব পবিত্রতা আন্তরিক শক্তিবর্ধন।
শান্তির দান সমস্যা সমাধান রহস্য উদঘাটন।
সহানুভুতি সহিষ্ণুতা নিঃস্বার্থতা
শান্তির পথে পরিব্যাপ্ততা।
নিয়মিত কামনা বর্জিত ধ্যান থেকে শান্তি।
সবাই থাকুন সুখে শান্তিতে
ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি।

Loading

Leave A Comment

You cannot copy content of this page