Site icon আলাপী মন

“প্রতারক”

“প্রতারক”
-সুমিতা পয়ড়্যা

 

 

প্রথম যে দিন সে এসেছিল কাছে
তখন দিগন্ত জুড়ে ঝলমলে রোদ্দুরের তির্যক আলো,
একদিন এল,আবার এল,পরপর এল—–
আবার কখন কোথায় হারিয়ে গেল !
অবিন্যস্ত একমাথা চুল,চাহনিতে মাদকতার গান
হারালো হরবোলা কোকিলের কুহুতান।
শিহরিত,উচ্ছ্বসিত অনুভূতি এক লহমায় বিপর্যস্ত,
ঝোড়ো হাওয়ার উত্তাল কাঁপনে সব বিধ্বস্ত।
মিশে গেল হাওয়ায় কম্পমান সুখানুভূতির কথা;
পায়ে পায়ে হারালো হরবোলা দৃঢ় দাম্ভিকতা।
ঠিক সেই সেই ক্ষণে—-বন্ধ হল যাওয়া আসা ।
কেন এমন হল,কি হয়েছিল তাও রয়ে গেল আজানা;
অবশ্য পরে শোনা যায়—–
ভালোবাসা পৌঁচেছে অন্য দ্বারে;হারিয়েছে তাই বারে বারে।
ভালোবাসা পেয়ে হারালো হরবোলা অতি সযতনে,
ভালোবাসি ভালোবাসি আর নাহি বলে।
মনের সঙ্গোপনে অবাক চোখে আকাশের দিকে চায়
খুঁজে বেড়ায় ভাষাহীন অনাবিষ্কৃত কোণে কোণে,
ফেলে আসা পথের পিছনে দেখে দাঁড়িয়ে আছে বিষণ্ণতার কালো মেঘ—
অন্ধকার কে ছাপিয়ে সব ঢেকে দিতে চায়,
সময়ের হাহাকার আর্তনাদে বাতাস ভারী হয়
কতশত জমা পাপ,লজ্জা সভ্যতার আড়ালে হাসে;
জাগ্রত চেতনা চারিদিকে মুখরিত প্রতিবাদে
চিৎকার করে বলতে থাকে—–
প্রতারক,সে প্রতারক,সে একটা প্রতারক।

Exit mobile version