“বৃষ্টিকণা হয়ে….”
-সঞ্জয় দাশগুপ্ত
অলস ভাবে মেঘ ভাসছে কিছু,
সাহস করে স্বপ্ন দেখছো তুমি,
বৃষ্টি যদি নামেই একটিবার
বেপরোয়া ভিজবে, জানি আমি।
আমায় যদি একটি সাহস দাও,
আমি তবে বৃষ্টি হতে পারি….
চুলের থেকে চুঁইয়ে পড়ব গালে,
ভিজিয়ে দেবো তোমার ডুড়ে শাড়ি।
ঘাসের ওপর শিশির যেমন থাকে,
তেমনি করে তোমার চোখের পাতা
সাজিয়ে দেবো বৃষ্টিকণা হয়ে,
চলকে পড়বে তুমুল মদিরতা!
মেঘে আকাশ কালো, জম-জমাট
তারই মাঝে বজ্র ঝলক হানে –
সেই আলোকে বজ্রাহত আমি,
নির্নিমেষে তাকিয়ে তোমার পানে…