রাগ অনুরাগ

রাগ অনুরাগ
-অমিতাভ সরকার

 

তোমার জন্যে অনেক শব্দের সমষ্টি
তৈরি হয়েছিল সময়ে অসময়ে। আমি
জানি লুকোনো আছে খাতার অন্দরে।
কোন এক অশান্ত বৃষ্টির দুপুরে ওপারের
জানালার গরাদ ভেদ করে শব্দ সমষ্টিগুলো
একটার পর একটা ঝর্ণার মত আমার মাথায় আঘাত হানতে থাকল।

চমকিত আমার সত্তা, আমার মধ্যে আমাকে খুঁজতে খুঁজতে

তোমারমাঝে পৌঁছে গেলাম অবলীলায়,

তোমার অস্তিত্বে তোমার মজ্জায় তোমার হৃদয় ভেদ করে
আমার পাথর চাপা বুকে।
কুন্ঠিত না হয়ে আজ বলছি উজাড় করে,

তুমিআমার সর্বাঙ্গে জড়িয়ে থেকো জীবন ভোর
হৃদয় সায়রে প্রথম সাজানো ডালির মত।

Loading

Leave A Comment