Site icon আলাপী মন

স্বজন

স্বজন
-অমিত কুমার জানা

 

 

কত সম্পর্ক গড়ে ওঠে কত প্রেয়সীও জোটে
কর্পূরের মতো উবে যায়।
স্বজন স্বজনই হয় হৃদয়ে গেঁথে রয়
স্মৃতি থেকে কভু না হারায়।

পর সদাই হয় পর হতে পারে সে গুণধর
বেপাত্তা ফুরালেই প্রয়োজন।
স্বজন নির্গুণ হতে পারে সংকটে ওই হাতটা এসে ধরে
নির্ভরযোগ্য আপনার জন।

আমার খুশির তরীতে ভাসে বিষাদেও থাকে পাশে
এমনই রক্তের টান।
যদি থাকে বিদেশে বহুদূরে মনের দুয়ারে নাড়া দেয় বারেবারে
স্বজন এমনই দরদী প্রাণ।

পুরনো যত মান-অভিমান ভেঙে করেছি খান খান
কাছে টেনে নিয়েছি স্বজনে।
স্বজন ছাড়া ভারি একা সব থেকেও লাগে ফাঁকা
স্বজন প্রয়োজন মানবজীবনে।

Exit mobile version