গতযুবতী চাঁদ
-রাখী সরদার
বহুবার ব্যবহৃত হতে হতে
গতযুবতী চাঁদ
নবযৌবনা
কেননা আজ দোলপূর্ণিমা।
চন্দ্রভগ্নাংশ জোড়ের খেলার সময়
আদিম রোমশ গাছের প্রতিটা
রোমসন্ধি থেকে ঠুকরে ঠুকরে
তুলে নাও উষ্ণতা,
আমি খুলে ফেলি কৌশলের কাঁচুলি
পাতায় জমছে গভীর রাত
চলুক না গোপন স্রোতের মতো
দীর্ঘস্থায়ী দুষ্টুমি…
অপূর্ব