দুজনার দেখা

দুজনার দেখা
-রূপকথা ঘোষ

 

 

-মনোমিতা কেমন আছো বল?
-এই চলছে দিন কেমন তুমি বল?
-একরকম অনেকদিন পর দেখা
-হ্যাঁ,যদিও আজও আমি একা!
-একা! তোমার আছে ঘর,বর,মেয়ে!
-তা আছে, তবুও একা মন, জীবন একঘেঁয়ে
-আমি তো ভাবতাম আমি শুধু একা
-জীবনে ছিল নিয়তির এই লেখা।
-মনে পড়ে মনোমিতা সেদিনের কথা?
-হ্যাঁ, ভোলা কি যায় স্মৃতির কথকথা
-ভেবেছিলাম তুমি হবে আমার
-হাসালে মহুল, আমি তো তোমার।
-আজও তুমি আমার আছো মনোমিতা?
-বাঁধা পড়েছি সাতপাকে, মনে তোমার মিতা
-হলাম খুশী ভীষণ আমি মনোমিতা
-তোমায় কত ভালোবাসি মহুল জানো কি তা?
-বুঝেছি মিতা জীবন আমার সার্থক
-কেন তুমি বেদনায় জ্বলো অনর্থক?
-মিতা আজ পেলাম আমি নিদারুণ শক্তি
-বন্ধনহীনতায় আছে ভালোবাসার মুক্তি।

Loading

Leave A Comment