Site icon আলাপী মন

বন্ধু

বন্ধু
-পারমিতা ভট্টাচার্য

 

 

মেঘের পরে মেঘ জমেছে বেশ
মনের ভিতর নিস্তব্ধতার হাট
গুম হয়ে থাকা জীবন কাব্যে শুধু
আজ তোমার অবাধ যাতায়াত।।

আমি তোমায় চেয়েছি পুরো গোটা
ভাগাভাগি দরদামে কী লাভ?
সাজানো গোছানো মিথ্যার মোড়কে
জীবন এখন সুন্দরী মৌতাত।।

বন্ধু, তুমি বন্ধুর চেয়ে বেশি
কোনো নদীই তোমার মতো নয়
তোমার স্বপ্ন মিশেছে আমার দুটি চোখে
তাই নিস্তব্ধরা আজ বড়োই বাক্যময়।।

আমি হারিয়ে গেছি যতই
আঁধারের শুঁড়িপথে
তোমার চোখের ঐ তন্দ্রালু ছায়া
রেখেছে হাত আমার দু’টি হাতে।।

কিভাবে গোছাবো স্বপ্নের ধারাপাত
কী করে মেটাবো ঋণ
বন্ধু শুধু আমার হয়েই থেকো
যদি থেমে যায়ও জীবনের স্পন্দন….

Exit mobile version