স্মৃতি
-তোফায়েল আহমেদ
স্মৃতি প্রীতিতে অম্লান থাকে মরমিয়ার স্বাদে,
চেতনায় তার স্পর্শকাতরতা জীবনের বিষাদে।
মনের আয়নাতে ছায়াছবি দৃষ্টির বায়না ধরে,
হৃদয় শহরে আলো জ্বালায় জল্পনায় করে।
চিত্তের বাসনায় ভাসমান সদা জাগরনী,
নিঃশ্বাসের পরতের ঘ্রাণ স্নিগ্ধ ফুলদানি।
অনুভূতির পরশে চলমান মরিচিকার আশ্বাস,
নিশির নির্ঘুমে জাগ্রত নেশা স্মরণের বিলাস।
শিহরণ জাগাতে স্মৃতিরা স্বপ্ন দেখায়,
মোহনায় ঝড় উঠিয়ে তারা গোপনে পালায়।
স্মৃতির প্রীতির কল্পনারা ভাবনার তীর ভাঙ্গে,
নিভৃত গর্জনের ঢেউ হয়ে আজীবন চলে গাঙ্গে।