Site icon আলাপী মন

ঋতুর রঙ্গ

ঋতুর রঙ্গ
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

হেথায় দেখ শীত যে আসে,
ভীষণ কেঁপেকেঁপে।
বর্ষা দেখ বৃষ্টি নিয়ে,
আসে কেমন ঝেঁপে।

গ্রীষ্মে কেমন দখিন হাওয়া,
মন জুড়িয়ে যায়।
বসন্তে ওই কোকিল ডাকে,
মন আকুলি হায়!

হেমন্তে ওই রোদের কণা
সোনার ধানে পড়ে।
সর্ষে ক্ষেতে হলুদ-সবুজ
রঙগুলো সব ধরে!

শরতে,কাশফুলের ওই পথটি
দিয়ে মাদুর্গা আসে।
মনে তখন আঁকিবুঁকি,
খুশীর ছবি ভাসে।

এমন সোনার পৃথিবীতে,
বাঁচতে কে’না চায়?
বারেবারেই ফিরতে হবে,
মাটির আঙিনায়।।

Exit mobile version