ভালোবাসা

ভালোবাসা
-সোমা বৈদ্য

 

 

ভালোবাসা তুমি স্নিগ্ধ ভোরের বাতাস হয়ে ছুঁয়ে যাও হৃদয়।

ভালোবাসা তুমি নিস্পাপ সুরভিত ফুটন্ত গোলাপের পাপড়ি হয়ে করে যাও অপেক্ষা অর্হনিশি,
তোমার নির্মল সুগদ্ধি ছড়িয়ে পড়েছে এই প্রকৃতির বুকে।
তোমার সুরভিতে মাতাল হয়েছে ভ্রমর নিশ্বাসে বিশ্বাসে ছড়িয়ে পড়েছে,
তোমার এই মাধুর্য সুগন্ধি হয়ে খুঁজে চলেছে দিবা নিশি।

ভালোবাসা কবিতার ছন্দের প্রতিটি অক্ষরে,

চরণের অন্তমিল হয়ে উপন্যাসের শেষ পাতায়।

তোমার মুখের উজ্জ্বল হাসি ঐ আবছা চোখের,

ভাষা ঠোঁটের স্পর্শ আজ নতুন করে কবিতা লিখবো,

বসন্তের ভোরের পাখি মিষ্টি মধুর সুরের গান,

শোনাবে তার কণ্ঠে হৃদয় মন উচ্ছাসিত হবে সেই গানে।

ভালোবাসা হবে নদীর ও মোহনার মিলিত হয়ে যার জন্য দিন কাটতো বিষণ্ণ হয়ে,
মিলনের অপেক্ষায় ঢেউ গুলো আছড়ে পড়তো বারে বারে নদীর পাড়ে।
তাদের মিলনের ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাবে মনে,

মনে কথা বলবে কত না বলা কথা না বলা যন্ত্রণা।

তুমি হবে পূর্ণিমার রাতের আকাশের চাঁদ নিস্তব্ধ রাতের জোনাকি হয়ে,

তোমার আকাশে তাকিয়ে থাকবো শুধু তোমার অপেক্ষায়।

Loading

Leave A Comment