মেঘের আড়ালে মেঘলা দিন

মেঘের আড়ালে মেঘলা দিন
-প্রীতি মান

 

 

মেঘলা ছায়ায় সূয্যি ডোবে
মেঘের অস্তাচলে,
বৃষ্টি রে তুই আসবি কবে
আজি চাতকেরা বলে ।

মেঘ দে না তুই জল থৈ থৈ
হোক নদী দিশাহারা,
জানি একদিন হবে রে মিলন
বলে সাগরের ধারা ।

সেই শুভক্ষণে, তোর আগমনে,
হবে রে মিলন অধিক,
জানি সেই ক্ষণে পাহাড়ের বুকে
খুঁজে পাবি তুই দিক।

তোর আসায় ঘুচবে তাপ
বলবে ওই ঝিল,
জানি একদিন চলে যাবি তুই
ভরে দিয়ে খাল-বিল।

ছোট্ট খোকার মুখের হাসি
রাখবি তুই জানি,
ছোট্টবেলার কত খেলাধূলা
মনে পড়ে স্মৃতিখানি।

পাখিরা উড়বে দূর-দিগন্তে
দিয়ে অরন্য-বন,
কিছু দিন তুই না হয় থাকলি
থাক আরও কিছুক্ষণ ॥

Loading

Leave A Comment