আমি বকলম হইয়া রহিব
-অমল দাস
আমি বকলম হইয়া রহিব
তুমি দিদিমণি হইয়া থাকিয়ো,
আমি পান্তায় উদর ভরিব
তুমি সুগন্ধি গায়ে মাখিও।
আমি উপাসনা করিয়া যাইব
তুমি আরাধ্য হইয়া আসিও ,
আমি ধূলি বসনেই রহিব
তুমি অলঙ্কারে দেহ ঢাকিয়ো ।
আমি কুসুম হইয়া ফুটিব
তুমি ছিঁড়িয়া আঁচলে ভরিয়ো ,
আমি অনায়াসে বোঝা বহিব
তুমি বাতাসে দুলিয়া চলিয়ো ।
আমি অনুজল পান করিব
তুমি জলধি দখলে রাখিয়ো ,
আমি ছন্দে ছন্দে লিখিব
তুমি মন্দ আঁখিতে দেখিয়ো।
আমি নৌকার হাল ধরিব
তুমি ঈশ্বরী হইয়া বসিয়ো,
আমি নত মস্তকে সহিব
তুমি বিদ্রূপ করিয়া হাসিয়ো।
আমি নিশিরে আপন করিব
তুমি প্রভাতী নিজেরে ভাবিয়ো ,
আমি একাধিক বার আসিব
তুমি বারে বারে ত্যাগ করিও।
আমি নিশ্চুপ হইয়া রহিব
তুমি বেতারের সুর ধরিয়ো,
আমি পঙ্কে পাথর হইব
তুমি বক্ষে পা দিয়া যাইয়ো।
আমি স্বেদ গাহনে ভিজিব
তুমি উচ্চ আবাসন লইয়ো,
আমি মৃত্যুর সাথে খেলিব
তুমি উৎসুক হইয়া দেখিয়ো।
“…তোমার বিরহে রহিব বিলীন,তোমাতে করিব বাস,
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস…”
ধন্যবাদ বন্ধু
নয়ন মুদিয়া ভাবিবো
স্পর্শ শিহরণে মাতিবো
ছন্দের ভেলায় দুলিবো
সুখস্বপ্নে জীবন কাটাইবো।
আসে না কিছুই, তবুও আপনার কবিতা যেন কথা বলিয়ে নেয়। অপেক্ষা থাকলো আরো
অশেষ অশেষ ভালোলাগা , ভালো থাকুন ।
Bahh.. Apurbo nibedon
ধন্যবাদ বন্ধু
সুন্দর !
ধন্যবাদ বন্ধু
বাহ, অপূর্ব,, খুব ই সুন্দর। ভালো লাগলো খুব….
অশেষ ধন্যবাদ