কবিতা

কল্প রাজকুমার

কল্প রাজকুমার

-পাপিয়া ঘোষ সিংহ

 

 

আমার মনের ক্যানভাসে তোমার তৈলচিত্র,

কোন কৈশোরে নিঁখুত তুলির টানে-সযত্নে

হয়েছিল আঁকা, এক একলা নিবিড় ক্ষণে।

বুকের ছাতি তোমার, আকাশের মত প্রশস্ত,

মাথার চুল, যেন ধূম্র মেঘের জটা,

চোখ দু’খানি কালো ঝিলের মত গভীর,

দৃষ্টি,সেতো সম্মোহিত জাদু, দেয় বিদ্যুৎ ছটা।

দীর্ঘ,ঋজু, সুঠাম দেহধারি,

তুমি আমার স্বপলোকের রাজা,

তোমার চলার শব্দে কাঁপে মাটি,

সাহস বাড়াও আমার মনের কোণে-

দুষ্ট মানুষে তুমিই দেবে সাজা।

শ্যামবর্ণ কৃষ্ণসখা আমার,ওগো প্রিয়বর,

চোখে, মুখে তোমার প্রখর বুদ্ধিদীপ্তি,

হৃদয় হরণ করেছো আমার, তুমি মনোহর।

কোনোদিন যদি স্বপ্ন রাজ্য থেকে

বেরিয়ে এসে সামনে আমার দাঁড়াও,

সজ্ঞা হারিয়ে ফেলবো হয়তো আমি,

আমাকে ধরতে ও দু’টি বাহু বাড়াও।

ওখানেই হবে আমার স্বর্গ প্রাপ্তি,

এ জীবনে হবে সব চাওয়ার অন্ত,

ওগো আমার কল্প রাজকুমার

তুমিই আমার আদি ও অনন্ত।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page