কান্না

কান্না
-নীলোৎপল সিকদার

 

 

দেখেছি তো নগরের পথে পথে ঘুরে
একলা একাই কাঁদে কেউ
চোখের অবিরল জল ঝরিয়ে
পথিক যতো অলস দৃষ্টি মেলে
একবার শুধু চেয়ে দেখে আরবার নয়
তাদের যে দাঁড়ানোর সময় নেই
তাদেরও কাঁধের ঝোলায় কত কি দুঃখ
থরে বিথরে সাজানো
কাঁদবার সময় কোথায়…
তাদের কান্নাগুলো মেলে ধরে একান্ত অবসর যদি মেলে
যারা সব অন্যের বেদনায় কাঁদার ইচ্ছে করে
তারা মন ভোলানো অভিনয় করে…
এখানে এ নিঠুর মানুষের সমুদ্রে
কান্নাগুলো তোলা থাক আস্তিনের গোপন পকেটে
এ জাগতিক দুঃখ কোন দুঃখই নয়
এও এক সুখ-আমি দুঃখ পাই…
মন আছে তাই কষ্ট রোদে পুড়ি
অন্তরালে ফুলপাখি লতাপাতায়
সুখ পাখি গান গায়
অমর অজেয় আত্মার গভীরে
সে গানে কেউ শোনে আনন্দের রাগিণী
কেউ বা বেহাগের সানাই
আমরা তবু শুনি এই আমাদের গৌরব…

Loading

Leave A Comment