Site icon আলাপী মন

অলস দুপুর

অলস দুপুর
-পলি ঘোষ

 

 

নির্জন এক দুপরের নিঝুম অরণ্যের ছায়ার অন্তরালে
তুমি কি দেখছো অবাক হরিণীর টান টান নয়নে?
কে জানে বিকালের কাছে ঝলসে যাওয়া দুপুরের কান্না-
তোমারই ছোঁয়া লাগছে কিনা !
হঠাৎ করেই তুমি এলে দুপুরের বৃষ্টি হয়ে

আমার মনের গভীর জালে ;
দেখি পাখির ডাকে কলরব করে
দু’টি ডানা মেলে তারা উড়ে উড়ে চলে দূর গগনের পরে
দুপুরের কোলে ডাক দিয়ে বলে যায় কানে কানে-
ঘুমের ঝাঁপিতে আয় না তবে দুপুরের অস্থির খরতাপে
ভাবনাগুলো কেন জানি না সব কেমন যেন এলোমেলো করে দেয় ।
শুধুই তাই আজ আমি হয়েছি এক উদাস অলস দুপুরের-
প্রিয় সঙ্গিনী ।

Exit mobile version