Site icon আলাপী মন

‎ঘুষ

‎ঘুষ
-অনোজ ব্যানার্জী

 

 

ঘুষবাবাজী এখন, আলো আর বাতাসের মতই
আছে ছড়িয়ে ছিটিয়ে,পৃথিবীর মাটি, জল,ঘাসে….

আকাশের নীলে নীলে,,বাতাসের ভাঁজে ভাঁজে , উপরতলা থেকে নীচুতলায়,,
অফিসে,আদালতে,যাবে যেখানেই,,লাগবে সেলামী, প্রণামী…

তবেই হবে তোমার কাজ।

কিছুনা দিলে, কিছুই হবেনা।

পাবেনা পেনশন,, পাবেনা লোন,পাবেনা কোন সরকারী সাহায্য।

পুলিশে ধরছে চোর,ডাকাত, গুণ্ডা!  বড়বাবুকে ঘুষ দিলেই বেকসুর খালাশ।
ঘুষ দিলেই সব মামলা চাপা পড়ে যায় গামলা।

চাও কোন সরকারী চাকরী??
দাও দশ-বিশ লাখ টাকা ঘুষ পেয়ে যাবে চাকরী সহজেই
চাকরীর পরীক্ষার খাতা থাকনা ফাঁকা
এসে যায়না কিচ্ছু…
ঘুষের টাকা না দিলে, একশোর মধ্যে একশো পেলেও পরীক্ষার খাতায়…
বি.এ, এম.এ, পি.এইচ.ডি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হলেও মিলবেনা,মিলবেনা কোন চাকরী।
যদি না থাকে,দাদা,মামা, যদি না থাকে ঘুষের টাকা,,
থাকবে বেঁচে জীবন্ত লাশ হয়ে,
গুরুদেবকে মোটা টাকা যদি না দাও প্রণামী,,
পাবেনা তার আশীর্বাদ।
পেতে চাও,, ঈশ্বরের কৃপা?
দামী দামী ফলমূলাদি দিয়ে দিতে হবে ভোগরাগ, করতে হবে হোম-যজ্ঞ
পুরোহিতকে দিতে হবে মোটা টাকা প্রণামী, ।
যাও সিনেমা হলে,,হাসপাতালে,,
সেখানেও ঘুরেঘুরে বেড়ায় অসংখ্য দালাল,,
ঘুষ না দিলে ওদের,,হবেনা কোন কাজই তোমার।
যেখানেই যাও,,দাও কিছু ঘুষ,পেয়ে যাবে,,
চটপট ঈপ্সিত সব কাজ।
ঘুষবাবাজী জিন্দাবাদ,, ঘুষের দালাল জিন্দাবাদ।

Exit mobile version