সারারাত
-শচীদুলাল পাল
মিষ্টি হিমেল বাতাবরণে
রাত জেগে লিখি আপনমনে।
নিশুতি রাত পাখির ডানা ঝটকানি।
দূরে টিভি সিরিয়ালের ঝগড়াঝাঁটি।
আবেশ নিয়ে ঘুম থেকে উঠে অনুকরণ।
সুক্ষ স্নায়ুতে তারই ছাপ।
সংসারে,দূরে বিকট শব্দে রেলের গমনাগমন।
শিশুর কান্না। মায়ের উষ্ণতা
স্তনবৃন্তের সান্নিধ্য
নিশ্চুপ অকাতরে দু’জনে অঘোর ঘুম।
একফালি চাঁদ জানালায় দিচ্ছে উঁকি
আলো নিভিয়েও লেখা যায় বৈকি।
উৎসবের কোলাহল শব্দদানব থেমে গেছে, সুপ্ত রজনী শেষ হবে
দূরে মসজিদে আজানের আওয়াজ।
কিছুপরে মন্দিরে ভজন কীর্তন।
ভোর হলো আলো আঁধারি,
রাস্তায় মানুষ কোন প্রাগৈতিহাসিক যুগ থেকে হেঁটে চলেছে।
চলার নেই শেষ।
চরৈবতি।
আকাশে ধ্রুবতারা,আমি নিদ্রাহারা।