Site icon আলাপী মন

অবশ কবিতা

অবশ কবিতা
-অমিতাভ সরকার

 

 

অবসন্ন হচ্ছে কেন মন, শ্লথ কেন কলম?
তুমি কি বিষাক্ত ছোবল হেনেছো,
অশনি সংকেত কেন!
শঙ্খচিল ওরে এখনো হলদি নদীর আকাশে,
তারা নেমে আসে গোধূলি অবসানে, সেই সিমেন্ট
বাঁধানো কেদারায়, যেখানে দুটো হাত একসাথে।
তীর বিদ্ধ হয়েছিল দুজনের চোখ অনন্ত জলরাশিতে।
কথা হচ্ছিলো তোমাতে আর শুধু কবিতায়।
অবসন্ন সন্ধ্যা, অঘ্রানের শিশির ভেজা গন্ধ,
বধির নক্ষত্র ডাক শোনেনি কবিতা তোমার।
পেছনের জঙ্গলে জোনাক জ্বলা হেসে গেল।
ছলাৎ ছলাৎ নদীর জল হাসলো।
তোমাদের প্রতি দিনের প্রেমের প্রতিচ্ছবি আছে, ধরে রেখেছি।
তুমি কবিতা রাতদুপুরে ডুব দিয়ে দেখে যেও।

ডুব দিয়েছিল কবিতা! হ্যাঁ ডুব দিয়েছিল,
শুধু দুঃখগুলো পুঞ্জিত ছিল তোমাকে নিয়ে,অবসন্ন হল রাত।
রাতের পাখি ডেকে বললে তোমার কবিতা লেখা হলো আজ!!

Exit mobile version