Site icon আলাপী মন

শুভরাত্রি

শুভরাত্রি
-ঋভু চট্টোপাধ্যায়

 

 

এই মাত্র খবর এল বায়ু আর প্রজাপতির
সম্মোহনে নতুন এক যৌগিক রসায়ন
আর তার ঘাড়ের কাছে মস্ত আঁচিল।
তাড়াতেই গুলি, মারা গেল কয়েকটা চুল লোম।
দুজন বিজ্ঞানির গ্রাফ খুঁজল চুলের উপত্যকা
লোমের ঘনত্ব।
তারমানে কি চুল আর লোমের কোন
বৈবাহিক যোগ নেই?
বাঁচা গেল, না পুড়িয়ে রোদের আড়াল রাখতে
সব পাণ্ডুলিপি কবর বন্দি, পাহাড়া আছে,
নদী মরূভূমি, আর সীমান্তের ঘর বাড়ি।
বেশ কৌশলে নদীর একটা দেহ ভাঙে,
রাজনীতিতে মরূভূমি বাকি আছে কবরের হাড়কখানা,
ওটাকে নিয়েই রাস্তাঘাট যানবাহন আর
কয়েকটা ফোঁটা কান্নার সালোকসংশ্লেষ,
এই মুহূর্তে কার কার শুভরাত্রি?

Exit mobile version