Site icon আলাপী মন

অবুঝ ভালোবাসা

অবুঝ ভালোবাসা
-অজয় চৌবে

 

 

আমার তোমার সাথে কখনও কোনোদিন দেখা হবে না জেনেও-
তুমি বারবার প্রশ্ন করো
-আমাদের কি সত্যিই কখনও কোনোদিন আর দেখা হবে না?
প্রশ্নের জবাবে আমি রাখি –
শুধুই একঘেঁয়ে বিরক্তিকর নির্বাক নীরবতা।
আমাদের অকৃপণ কাল্পনিক সুখে ভরা
তিল তিল করে গড়ে ওঠা অফুরান ভালোবাসার সুখনীড়
আর কখনও কোনোদিন বাস্তবায়িত রূপ পাবে না,
–সবকিছু ঠিকঠাক বেশ ভালোভাবে জেনে বুঝে-
-তবুও তুমি নাছোড়বান্দা হয়ে আমাকে বারবার পিছুডাক দাও,
-সেই পিছুডাকের জবাবেও – আমি রাখি
-শুধুই একঘেঁয়ে বিরক্তিকর নির্বাক নীরবতা।
কারণ?- অকারন মিথ্যা প্রত্যাশার চেয়ে
একঘেঁয়ে বিরক্তিকর নির্বাক নীরবতা অনেক অনেক শ্রেয়।

Exit mobile version