Site icon আলাপী মন

জীবনের হাট হতে

জীবনের হাট হতে
-সঞ্জিত মণ্ডল

 

 

জীবনের হাট হতে বিকেলে হেঁটেছি বহুদূর —
জীবনের হাট হতে পালাতে চাইনি বুঝি তাই
ফিরে ফিরে আসি আর যাই।
সময়ের তাল গুণে, গুনে গুনে পা ফেলে যাই।
বাড়ছে কত না হয়রানি —
সৃষ্টি করেছ সে তো মানি, আনাগোনা তাই এতো দামী।
দুহাতে সরাবো জঞ্জাল, যতো দিন এপারে তে আছি। পারাপার করবে যে মাঝি
তাকে আমি খুঁজি মিছা মিছি ।
কি আছে কোথায় থেমে যাই, ব্যথা বাজে মনেতে সদাই
কি আছে পথের শেষে তাই, বৃথা ভাবি শেষ কথাটাই।
প্রাণ যদি দিলে দেহটাতে, চিন্তা তো দিলে মাথাটায়,
হেড অফিসে কত কি যে হয়, সব তুমি জানো নিশ্চয়।
বৃথা ভেবে মরি আমি মিছে চিন্তা সে তো শুদ্ধ সাধনায়।
কবে থেকে সর্বহারা সাজে ভিক্ষা পাত্র লয়ে তব কাছে
ভোর থেকে সন্ধ্যা হয়ে আসে, তবু তুমি হলে না সহায়।
দিলে নাতো পথের সম্বল, দেখো আমি কত অসহায়।
তবুও তোমার দ্বারে আসি, যা দিয়েছ তাই নিয়ে ভাসি
এ জীবন আশার স্বপন,তোমাকেই ভেবে বাঁচা যায় ।

Exit mobile version