ভাঙ্গা গড়ার খেলা
-তোফায়েল আহমেদ
আঁখির স্বভাব নেশায় আঁখি নাচিলে
উঠে, অনুভূতির ঢেউ,
মন মিয়ার কত দৌড়া-দৌড়ি চলে
দেখেনাতো কেউ।
আঁখি তার আহার ধরে, মনে জমায়
মন তাহা যাচায়,
মনের গোপন কথা আঁখিতে সুধায়
আঁখি বলে তার ভাষায়।
মন কি বলে আহার খেয়ে অপেক্ষায়
থাকে ক্ষণে ক্ষণে আঁখি,
পলকে পলকে তাজা খবর পৌঁছায়
মনের ঘরে,রাখেনা কিছু বাকী।
মন সময় নিয়ে আঁখির আবেদনগুলো
পরীক্ষা নিরীক্ষা করে,
মনের সাথে কল্পনাকে মিতালী বানায়
যাচাই বাছাইয়ের ঘরে।
আঁখির কথায় মনের সায় থাকিলেই
আঁখির রশিতে বাঁধে,
মন মিয়া রাজী খুশি না থাকিলে তখন
আঁখি জলে রোদে।
ভালোবাসা করা এত সহজ জিনিস নয়
বোধে যাচাইয়ে বাছাই করা হয়,
আঁখির সাথে মনের সাক্ষাত সম হলে
মোহনায় গিয়ে মিলনের কথা কয়।
আঁখি মনের ইশারায় কন্ঠ তার বহু সুরের
মিলনে, উচ্চারিত হয়,
অপর আঁখি মনের মিলন সমতালে হলেই
ভালোবাসার আসে জয়।
জয়ের পরে ক্ষয় থাকে, সুখের পরে দুঃখ
স্মৃতির ভেতর জল্পিত চলন,
জীবন এমনই ভালোবাসা বরণ করে পরে
সঙ্গতে হারায়,বিষাদে স্মরণ।
আঁখি মন জীবনের হলো এক অমূল্যধন
সাথে বোধ বিচার,
ক্ষুধার রাজ্যে ক্ষণিকের অবাক বসবাস
করুণা করে আহার।
যতই করুক যাচাই-বাছাই, ভালোবাসার
চরিত্রই এমন,
ভাঙ্গা গড়ার খেলা খেলতে খেলতে একদিন
নিজেরই হয় মরণ।