অনুভবে তুমি
-সোমা বৈদ্য
বন্ধু,তোমার মিষ্টি হাসির ঝলকেতে পূর্ণ আমার হৃদয়
অনুরাগী অনুভবে কতো রাত ভোর হয়।
ভোরের কুয়াশায় পড়েছে শিশির বিন্দু ঘাসের গায়,
মনে হয়,যেন মণি মুক্তোর মালা প্রকৃতি পরেছে পায়,
প্রভাতী কোকিলেরা মধুকন্ঠে সুরে বলে যায়,প্রিয় আছে অন্তর জুড়ে’ই।
দু’হাতে ঢাকি লজ্জায় আঁখি আবেশের ঘোরে হৃদয় স্পন্দন বারে বারে বলে শুধু তার নাম,
যেদিকে তাকাই ভাসে তার জলছবি চোখের পাতাতে,
অভিমানী মন হয় চঞ্চল চোখে জল ছল ছল ব্যাকুল হয় একটু তাকে ছুঁতে।
অপেক্ষারও ক্লান্ত দিন কাটে রাত হয় একলা ঘরে জানি না এ অপেক্ষা শেষ হবে কবে,
তোমার কন্ঠের সুর ভেসে বেড়ায় আকাশে বাতাসে,আজ কাল তারাও যেন হাসে আমায় দেখে।
মনে হয় ছুটে যাই বুকের মাঝে,মাথাটা রেখে বলি এটাই যে আমার শেষ ঠিকানা কখনো সরিয়ে দিও না তুমি,
তোমারই হাতের আবির রঙে রঙীন হতে চায় এ মন।