অভিলাষ
-সত্যেন্দ্রনাথ পাইন
ভয় আর উদ্বেগ এখন মননের দুয়ারে গোত্তা মারছে
আগ্রাসী হায়নার মত খোঁচা দিচ্ছে।
সঙ্কট সীমাহীন সীমান্তে পায়ে পায়ে এগিয়ে যেতে থাকে বাসনার গহ্বর
অসংখ্য আগাছারা নিদ্রাহীন।
নিয়ন্ত্রণ কর্তব্য ও দায়িত্ব পালন করতে রাজপথে, গলিতে
নয়তো উচ্চাশার অট্টালিকায় দল নির্বাচনে অসহায়
অভিজ্ঞতা মুহুর্তে চ্যালেঞ্জ জানাতে পেরে নাছোড়।
ঘিনঘিনে শরীর এলিয়ে দিয়ে বলল- আমার প্রজ্ঞা
শৌর্য বীর্য ছেড়ে হিমাচলে ভূমিকম্পের আশঙ্কায়
পরাজয় মানতে রাজি নয়। আমি এক অসহায় নারী নই
এখনও ভাবুক, এখনও শীতের প্রহর গুনি। এখনো
স্বীকারোক্তি অনুযায়ী মাতৃজঠরের
ক্লেদ ধুয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখি। খণ্ডাতে চাইভয়।
সীমাহীন দুর্নীতি। খুঁজে চলি অমরতার অভিলাষ।