Site icon আলাপী মন

অন্তর্বেদনা

অন্তর্বেদনা
-অমিত কুমার জানা

মনের কোঠরে বাসা বেঁধে আছে কত অন্তর্বেদনা,
অপ্রকাশ্য থেকে মন সহ্য করে অন্তর্ঘাতের তাড়না।
মুহুর্মুহু প্রজ্বলিত শোকাগ্নির শিখা,
মুহূর্তেই দগ্ধিছে যত সুখরেখা।

হঠাৎ উথলে ওঠা ক্ষণস্থায়ী বুদবুদ
অবিলম্বে হারিয়ে ফেলে তার অস্তিত্ব,
তেমনই নবসঞ্চারিত আনন্দসত্তাও
প্রবল শোকপ্রবাহে নৈরাশ্যের মাঝে হৃত।
সঞ্চিত যত বঞ্চিত চাওয়া ক্রমেই হয় অন্তর্হিত।

একে একে বহিরাঙ্গের জ্বালা হয়তো বা হ্রাসমান,
অন্তর্বেদনার অসহনীয় জ্বালা যেন অমর অনির্বাণ।

সুকঠিন লৌহখণ্ডের নিয়ত আঘাত
লৌহকাঠিন্য আনে আহত স্থানে,
তেমনই নিত্যনৈমিত্তিক অন্তর্জালার বেদনায়
বিষাদ-পাষাণ করেছে আমার মনে।
হৃদয়াবদ্ধ আর্তনাদ আজ ক্লান্ত
অন্তরাত্মার চাপাকান্নার সুর-কবে অন্তর্বেদনার অন্ত?

Exit mobile version